মোঃ মাহাবুব আলম রিপোর্টার
চট্টগ্রাম বাঁশ মনখালী কাথারিয়া ইউনিয়নের বাসিন্দ আবু তালেব মৃত্যুতে খুশি গ্রামবাসী। আবু তালেব এর হয়রানি ও নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ গ্রামবাসীরা জানাই আবু তালেব এমন কোন কাজ নাই করো নাই নারী ও শিশু পাচার ও দেহ ব্যবসার সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন তিনি এছাড়াও পুলিশের দালালি মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা মানুষ সাথে চিটিংবাজী ও প্রতারণা করাই ছিল তার পেশা। গ্রামবাসীরা জানায় তার সাথে কিছু ভুয়া সাংবাদিক কিছু এলাকার স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পেতি নেতারা জড়িত ছিল। বর্তমানে আবু তালেবের অবৈধ সম্পত্তির ২ কোটি টাকার।ও বেশি। তার বিষয়ে ভালো করে অনুসন্ধান করলে বেরিয়ে আসবে আসল রহস্য কি টাকার উৎস কি ছিল অবৈধ ইনকাম করে মানুষকে জুলুম করে ইনকাম করা টাকা গুলো। সরকারিভাবে টাকা ও জায়গাগুলা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এলাকাবাসী চট্টগ্রাম দুদকের অফিসারের সাথে কথা বলে জানা গিয়েছে তার নামে রয়েছে কয়েকটি অভিযোগ তার বৈধ সম্পদের হিসাব দিতে দিতে হবে বলে জানিয়েছে চট্টগ্রাম দুদক আওয়ামী লীগের কাথারিয়া ইউনিয়নের নেতার পরিচয় হাতে নিত স্কুল কমিটির বাজারের ইজারা সহ বিভিন্ন পদ-পদবি তার সাথে জড়িয়ে ছিল আওয়ামীলীগের নেতারা, মাষ্টার মঞ্জুরুল কাদের জামাল উদ্দীন। আবু তালেব এমন কোন পরিবার নাই কষ্ট দেয় নাই নির্যাতন করে নাই তিনি মারা যাওয়ার পরে কত আনন্দলোশ করেছে মিছিল করেছে মিষ্টি বিতরণ করেছে এলাকায় গণ মিছিল হয়েছে। সাবেক চেয়ারম্যান ইন্নামিন বলেন তিনি মারা গেছেন আমি শুনেছি, কিন্তু আমি জানাজায় নামাজ পড়তে যায়নি হুজুর মৌলানা আব্দুল খালেক সাহেব থেকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি মসজিদে ইমামতি করি ঠিক আছে।কিন্তু তার জানাজার নামাজ পড়াতে পারবো না। চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন উনি থানা সোস ছিলেন সেটা ঠিক আছে। কিন্তু মানুষকে জুলুম করতো নিরিহ মানুষকে পুলিশকে ধরিয়ে দিত এটা হল তার কাজ কাথারিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি বলেন আমি শুনেছি মারা গেছে কিন্তু তিনি কাজ করে তো পুলিশের সোর্স এবং ইয়াবা গাঁজা বিক্রি করত তিনি মারা গেছে বেশি কিছু বলতে পারতেছি না বর্তমানে তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। এগুলো জব্দ করার দরকার সরকারের।বাজার কমিটির সভাপতি রাজা মিয়া বলেন আমরা বাজার পক্ষ থেকে কিছু করতে পারতেছি না। আমাদের ফন্টে টাকা নাই ২৫ হাজার টাকা আবু তালেব নিয়েছে সেই টাকা দেয় নাই, এলাকার হাজার হাজার মানুষের বক্তব্য বলেন। বহু রকমের অপরাধী দেখেছি তার মত জন্মগতভাবে অপরাধী আমার চোখে আর পরে নাই