মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
অভিযুগে প্রকাশ মিয়া (৪৩), পিতা মৃত- আবু সিদ্দিক : আকাশ (২১) পিতা- মোমেন ৩। সোহাগ মিয়া (২০) পিতা-
খোকন মিয়া ৪। জামিল (৪৪) পিতা মৃত- গিয়াস উদ্দিন সর্ব সাং- আনন্দী মাধবদী পৌরসভা থানা-
মাধবদী, জেলা- নরসিংদীগন সহ অজ্ঞাতত নামা আরো ০৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রমিকলীগের সভাপতি সুজন মিয়া অভিযোগে প্রকাশ
একই গ্রামে বাসিন্দা ১নং বিবাদী একজন মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়িক বিবাদী মাদক বিক্রয় করিয়া যুব সমাজকে নষ্ট করিয়া ফেলতেছে। আমি মাধবদী
পৌরসভার শ্রমিক দলের আহবায়ক হিসাবে ১নং বিবাদীকে মাদক বিক্রয় না করার জন্য প্রতিবাদ
করিলে। বিবাদীগন আমার সাথে শত্রুতা চালাইয়া আসতে থাকে। ইং ২০/১০/২০২৪ তারিখ রাত
অনুমান ৮.০০ ঘটিকার সময় আমি আনন্দী কাজী বাড়ীর মোড় বিমল দেবনাথ এর লাইটিং এর
দোকানের সামনে চেয়ারের মধ্যে বসিয়া থাকলে বিবাদীগন আমাকে একা পাইয়া অকথ্য ভাষায় গালি
গালাজ করতে থাকে এবং আমার উপর অতর্কিত হামলা করে একপর্যায়ে বিবাদীগন উত্তেজিত হইয়া
আমাকে এলোপাথারী পিটাইয়া শরীরের বিভিন্ন অংশে নিলাফুলা জখম করে। বিবাদীগন আমাকে
প্রকাশ্যে হুমকি দেয় যে, সুযোগ মত পাহলে আমার হাত পা কাটিয়া পুঙ্গ করিয়া ফেলবে। আমাকে
বাড়ীতে বসবাস করতে দিবে না। আমাকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলবে। উক্ত ঘটনাটি এলাকার
গন্যমান্য লোকজনকে অবগত করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হয়। প্রকাশ থাকে
যে, সংবাদ পাইয়া আমার পরিবারের লোকজন আমাকে বাচাঁনোর আগাইয়া গেলে এবং বিবাদীগনদের
বাড়ীতে গেলে অজ্ঞাত নামা কে বা কাহারা আমার পরিবারের লোকজন এর উপর হামলা করে । আমি তাদের বিচার চাই ।