বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে অদ্য ২০/১০/২০২৪ খ্রিঃ তারিখে এসআই আমিনুল ইসলাম, এসআই সুজন কান্তি পাল, এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই মহিবুর রহমান, এসআই সজীব চৌধুরী, এএসআই মোঃ নজরুল ইসলাম ও এএসআই আরিফুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর ১৭০/২২ (শ্রীমঙ্গল) সাজা পরোয়ানা এর পলাতক আসামী মোঃ কুতুব আলী (54), পিতা-হাসমত মিয়া, সাং-রামনগর, উপজেলা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, সিআর ৬৫/২৩ (শ্রীঃ) এর আসামী জমির মিয়া, পিতা-গিয়াস উদ্দিন, সাং-চানমারী, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, দায়রা-26/15 (শ্রীঃ) এর আসামী আরজু মিয়া, পিতা-ছনু মিয়া, সা-আঐ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, এনজিআর 02/24 (শ্রীঃ) এর আসামী রবিন বনিক (২৫), পিতা-বিমল বনিক, সাং-বগলাবাজার, থানা+জেলা-মৌলভীবাজার, এ/পি-ক্যাথলিক মিশন রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, জিআর ২০৩/১৬ (শ্রীঃ) এর সাজাপ্রাপ্ত আসামী দানু মিয়া, পিতা-আদর মিয়া, সাং-উত্তর উত্তরসুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, জিআর ১১০/২৪ (শ্রীঃ) এর আসামী মোঃ আসাদ আলী (২৪), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-বুধপাশা, থানা-কুলাউড়া, বর্তমান সাং-শাপলাবাগ রেল গেইট, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, জিআর 122/22(শ্রীঃ) এর আসামী মোঃ কোরবান আলী, পিতা-তাজুল ইসলাম, সাং-শান্তিবাগ আ/এ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, জিআর-63/2৪(শ্রীঃ) এর আসামী সোহেল শেখ কালু শেখ মোঃ কালু মিয়া(৩০), সাং-মৃত নূর ইসলাম শেখ, সাং-স্টেশন রোড পূর্ব, বর্তমান সাং-শাপলাবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, জিআর 55/24 (শ্রীঃ) এর আসামী মিজানুর রহমান(৩৫), পিতা-মৃত আব্দুল হান্নান, সাং-শাহজিবাজার (আমানতপুর বড়বাড়ী), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।