বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধঃ ২১অক্টোবর'(সোমবার)২০২৪ বিকেল ৪টায় বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে পার্শ্ববর্তী নিলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নয়া বাজারের স্থায়ী বাসিন্দা এস এম নিজাম উদ্দিনের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী এস এম আতহার সাদাত জানান, শর্ত সাপেক্ষে তিনি দিনাজপুরের বহুল পরিচিত ও প্রবীন ব্যবসায়ী মরহুম আবুল পাটোয়ারী’র ছেলে আলহাজ্ব সহিদুর রহমান পাটোয়ারী মহনের (অনেকটাই পরিত্যাক্ত অবস্থা) বীরগঞ্জের পিবি অটোমেটিক রাইস মিলটি ৩৪ (চৌত্রিশ) মাসের জন্য তথা ইংরেজি ২০২২ সালের ১ জানুয়ারি হতে ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত জামানত বাবদ ১৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান পূর্বক চুক্তি সম্পাদন করে ভাড়া নেন।
শর্ত অনুযায়ী মিলের বিভিন্ন পুরাতন যন্ত্রাংশ পরিবর্তন করে মিলটি সচল করে দেয়ার কথা থাকলেও মিল মালিক কোন গুরুত্ব না দেয়ার তার জ্ঞাতসারে ও আলোচনা সাপেক্ষে প্রায় ৫০ লাখ টাকার সোর্টার মেশিন, জেনারেটর, হিট এক্সচেঞ্জারসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করে মেকানিক্সের দ্বারা মেরামত করি এবং আমার লোকজন দ্বারা সেখানে ব্যবসা শুরু করি।
শান্তিপূর্ণ ভাবে আমার ব্যবসা চলতে দেখে হিংসুটে ও পরধন লোভী মিল মালিক মহন পাটোয়ারী প্রতারণার আশ্রয় নিয়ে চুক্তির মেয়াদ শেষ না হতেই মিল ছেড়ে চলে চলে যাওয়ার চাপ সৃষ্টি করেন।
আমি অটোমিলটি শর্ত মোতাবেক মুড়ি চালের জন্য ব্যবহার করতে না পেরে এবং মেয়াদ পুর্তির পুর্বে বেআইনীভাবে বের করে দেয়ায় ক্ষতি ২কোটি টাকা, আমি মেয়াদকাল পর্যন্ত মিলটি পরিচালনা করার অনুরোধ করলেও মিল মালিক মহন পাটোয়ারী কর্ণপাত করেন নাই।
গত ২২ জুলাই’২০২৪ মহন পাটোয়ারী আমাকে আমার জামানত, মেশিনারিজ যন্ত্রপাতি ক্রয়, ক্ষয়ক্ষতি ও মেরামতের টাকা ফেরত না দিয়েই জোর পুর্বক বল প্রয়োগের মাধ্যমে আমার লোকজন কে বের করে দিয়ে মিল তার দখলে নিয়ে নেন।
তিনি ও তার গুন্ডা বাহিনী আমার ব্যবসায়ী হিসাব নিকাশের যাবতীয় ডকুমেন্টস ছিনিয়ে নেন।
বর্তমানে মিলটি খুলে নিয়ে অন্যত্র কোথাও রেখেছেন, সম্পত্তি বিক্রি করে দিয়েছেন মর্মে বলে বেড়াচ্ছেন।
আমি আমার পাওনা জামানত বাবদ ১৫ লাখ ৫০ হাজার, মেশিনের যন্ত্রাংশ ৫০ লাখ, মেরামত খরচ ৪৫ হাজার, বিভিন্ন খাতে ক্ষতি ২কোটি সর্বমোট ২ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার টাকা।
উল্লেখিত পরিমান ক্ষতিপূরণ সহ আমার পাওনা টাকার জন্য বেশ কয়েকবার দেন দরবার করেছি, দিচ্ছি দিব বলে কাল ক্ষেপন করে চলেছেন, তাই আমি চরম হতাশায় ভুগছি। কোন প্রকার সুরাহা না পেয়ে পাওনা টাকা উদ্ধার কল্পে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সাংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করছি।
এ ব্যপারে অভিযুক্ত আলহাজ্ব সহিদুর রহমান পাটোয়ারী মহনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানালেও কোন যোগাযোগ করে নাই।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এস এম আতহার সাদাত, সে সময় তার সঙ্গে তার ২/৩ জন ব্যবসায়ী বন্ধু উপস্থিত ছিলেন।