শোয়েব তাসিন পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় সচেতনতামূলক দেয়াল লিখন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার উদ্যেগে এবং সামাজিক সংগঠন প্রত্যয়ের সহযোগিতায় এই কার্যক্রম সম্পূর্ন হয়।
পাথরঘাটা গোলচত্ত্বরের পাশে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দেয়ালে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার যুবরা সচেতনতামূলক দেয়াল লিখন করে। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার প্রধান উপদেষ্টা ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো রোকনুজ্জামান খান। দেয়াল লিখন কার্যক্রম পরিদর্শন করেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাচান।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাচান যুবদের এই কার্যক্রম পরিদর্শন করে মুগ্ধ হন।
পাথরঘাটার প্রবীণ সেচ্ছাসেবী ও প্রত্যয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী সিকদার বলেন, " এই সচেতনতামূলক দেয়াল লিখনের মাধ্যমে মানুষের মাঝে সামাজিক চেতনার জাগ্রত হবে। সমাজের পরিবর্তনে ভূমিকা রাখবে এই দেয়াল লিখন। মানুষ সামাজিকভাবে পরিবর্তন হলেই সুন্দর হবে আমাদের সমাজ।"
তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার আহ্বায়ক শোয়েব তাসিন বলেন, " আমাদের মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা সেজন্য এই কার্যক্রম করা হয়েছে। মানুষ সচেতন হলে আমাদের সমাজের আমূল পরিবর্তন হবে। সচেতনতা মূলক দেয়াল লিখনের মাধ্যমে আমরা মানুষের মাঝে সামাজিক দায়িত্বর বার্তা পৌছিয়ে দিতে চাই। "
প্রবীণ সেচ্ছাসেবী মেহেদী সিকদারের নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই দেয়াল লিখনে উপস্থিত ছিলেন তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মালিহা, যুগ্ম আহ্বায়ক সামিয়া আফরিন, যুগ্ম আহ্বায়ক সাজিম খান, সদস্য মোহাম্মদ নাফিজ, তানভীর রহমান হৃদয়, আল আমিন, তাহসিন প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রত্যয়ের সদস্য ও সাংবাদিক সোহেল মল্লিক। সচেতনতামূলক দেয়াল লিখনে দেয়ালে লেখা হয় ট্রাফিক আইন মেনে চলুন, প্লাস্টিক পন্য বর্জন করুন, বেশি গাছ লাগান ইত্যাদি। এছাড়াও পাথরঘাটাকে ব্রান্ডিং এর জন্য পাথরঘাটা মোগো গর্ব এরকম একটি গ্রাফিতি করা হয়।