কক্সবাজার জেলা থেকে: কামরুন তানিয়া
সব সময়ের মতো সম্প্রতি প্রস্তাবিত সকল প্রকার লোভনীয় সিড়িগুলো হাত ছাড়া করলেন জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন। তিনি মনে করেন, মানবাধিকার নিয়ে কাজ করি বা না করি, রাজনীতি করি বা না করি- গণমানুষের ভালোবাসার অংশ হয়ে থেকে যাবো সারাজীবন।
তিনি আরও বলেন, আমি হয়তো তুলনামূলক ভাবে শ্রেষ্ঠ কাজটি দিতে পারবো না- তবে আমার নিজের সবচেয়ে ভালোটুকু দিতে পারবো।
রাজনীতি যদি করি কখনো- সেখানেও আমি সাধারণ মানুষের হয়ে নেতৃত্ব দিবো। যেমন দিতেন- শহীদ হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী। ক্ষমতার জন্য রাজনীতি করতে হবে বিষয়টি এমন নয়।দেশের জনগণের স্বার্থে মঙ্গলের জন্য দেশের পরিস্থিতি স্বাভাবিক রেখে দেশ পরিচলনা করা বর্তমান সরকারের লক্ষ্য ব্রত হওয়া আবশ্যক। অন্যতায় দেশের পরিস্থিতি অস্বাভাবিক ভাবে পরিচালিত হবে।এতে দেশের ক্ষয়ক্ষতি সাধন হবে।যেমন দেখা যাচ্ছে বর্তমান সময়ে পন্য সামগ্রির বাজার ধর দিন দিন উর্দ্ধ গতিতে।বিভিন্ন সমস্যার মধ্যে নিত্য কাঁচা বাজার থেকে শুরু করে বিভিন্ন পণ্য সামগ্রির বাজার ধর চরম ভাবে উর্দ্ধ গতিতে।সার্বিক পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর প্রতষ্ঠাতা মহা সচিব চিন্তা করে বলেন দেশের জনগণ আগে। এদের সুস্থ স্বাভাবিক জীবনের নিরপত্তা রক্ষা করা প্রতিটি সরকারসহ সরকারি প্রশাসনিক কাঠামোর কর্মতৎপরতা থাকা আবশ্যক।