সাইফুল ওয়াদুদ,নওগাঁঃ
টাস্কফোর্স এর আওতাধীন ও জেলা প্রানিসম্পদ অধিদপ্তের নির্দেশনা মোতাবেক নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ডিম, মুরগি ও মাংসের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ২৩ অক্টোবর মঙ্গলবার সকাল নয়টার সমা নওগাঁ শহরের পাইকারি ও খুচরা ডিম বাজার, মাংসের দোকানে ও মুরগি বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে প্রতিটি ডিমের পাইকারি মূল্য ১২.২০/- ও খুচরা মূল্য ১২.৫০/-, সোনালি মুরগি প্রতি কেজি পাইকারি মূল্য ২৭০/- ও খুচরা মূল্য ২৮০/-, ব্রয়লার মুরগি প্রতি কেজি পাইকারি মূল্য ১৬৭/-, খুচরা মূল্য ২৮০/-, গরুর মাংস প্রতি কেজি ৭০০/- এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মুহম্মদ জাফর সাদেক, উপসহকারী প্রাণিসম্পদ অফিসার (সম্প্রসারণ), মোছাঃ আল্পনা বিলকিস মিতু, ভিএফএ, মোঃ মুকুল হোসেন, এফএ/এআই, মোঃ শিপলু ইসলাম, ভিএফএ, এলএসপি মোঃ সাইফুল ওয়াদুদ,মোঃ শাহিনুর আলম, মোঃ এমদাদুল হক।