কক্সবাজার থেকে কামরুন তানিয়া
কক্সবাজার খুরুশকুল তেতৈয়া পেতনা বাপের পাড়া আনুমানিক রাত ১২ টায় একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। এ সময় তারা দেশী-বিদেশী অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
এতে বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে সরওয়ার নামের এক যুবককে হাতে থাকা অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে, সেই সাথে মালেকা নামের এক মহিলাকেও শ্লীলতাহানি করে।
ভুক্তভোগীরা জানায় এরা ঐ ওয়ার্ডের চিহ্নিত আওয়ামী ক্যাডার।যারা বিগত ছাত্রআন্দোলনের সময় অস্ত্রসহ কমলের সাথে শহরের বিভিন্ন জায়গায় মহড়া দেয়।
এ ছাড়াও এদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একাধিক ইয়াবা,চাঁদাবাজি, ডাকাতিসহ নানান অভিযোগে মামলা রয়েছে।
গেলো মঙ্গলবার (৮ই অক্টোবর) রাত ১২টা থেকে রাত সাড়ে ১২:০০টার দিকে উপজেলার কক্সবাজার ইউনিয়নের খুরুশকুল তেতৈয়া এ ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জন ডাকাত-সন্ত্রাসী চিহ্নিত করা হয়েছে। এবং ডাকাত দলের বাড়ি কক্সবাজার খুরুশকুল তেতৈয়া গুইল্যা বাপের পাড়া আওয়ামী লীগ পরিবারের সেন্টিকেট আলমের ছেলে জুয়েল(২৫) মোঃ আলম (৪৫)কবির আহমদের ছেলে নজরুল (২২)
কবির আহমদের (৫০) মোঃ সেলিম (২৪) ইশাখের ছেলে।বাড়ি ভারুয়া খালি।
আহত ব্যক্তি সরোয়ার গুরুতর ভাবে আহত তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। তার বাবা এবং তার বোন মালেকা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন।