তপন দাস, নীলফামারী নীলফামারীর ডোমার বাজার পৌর এলাকার ০৩ নং ওয়ার্ড সাহাপাড়া রোডে অবস্থিত মিম টেলিকম মোবাইলের দোকানে দুধর্ষ চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
ডোমার থানা সুত্রে জানা যায় কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে এসআই শাকিল আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটকৃতরা হলেন, শেরপুর জেলার মাকরাসা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে কামাল হোসেন(৩০) এবং কুমিল্লা জেলার সোনাকান্দা ২১ নং ওয়ার্ড এলাকার আব্দুল আউয়ালের ছেলে বাসির হোসেন বসির।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর সকালে ডোমার পৌর শহরের সাহাপাড়ায় অবস্থিত রিপন ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান মিম টেলিকমে এক দুধর্ষ চুরির ঘটনা ঘটে। ৩/৪ জনের সংঘবদ্ধ একটি চোরের দল ভোরে দোকানে লাগানো সাটারের তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে গচ্ছিত প্রায় ৯০ লক্ষ টাকার দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,ভিডিও ফুটেজ যাচাই বাছাই করে দুইজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরও জানান, মালামাল উদ্ধারের তৎপরতা চলছে এবং গ্রেফতারকৃত দুইজনকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।