বরগুনা(পাথরঘাটা) প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়। ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই পাথরঘাটা উপজেলার নিরাপদ সড়ক চাই এর পক্ষ র্যালি ও সমাবেশের আয়োজন করেন নিরাপদ সড়ক চাই পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি লায়ন মোঃ ফারুক রহমান এর নেতৃত্বে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান , বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন পাথারঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী। নিরাপদ সড়ক চাই উপজেলা শাখা প্রধান উপদেষ্টা ও প্রথম আলোার সাংবাদিক আমিন সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সদস্য সচিব ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, পাথরঘাটা থানার, এস আই মোঃ ইমদাদুল। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি নিয়ে বের হয়ে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে সবশেষে পাথরঘাটার বাজারের গোল চত্বরে অবস্থা করেন, সড়কে আইন শৃঙ্খলা ও ট্রাফিক আইন মেনে সড়কে চলার উপর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রচারণা করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই পাথরঘাটা উপজেলা শাখার সদস্য – তানবির আহম্মেদ, সাংবাদিক মোঃ রনি, পাথরঘাটা মহাবিদ্যালের রোবার স্কাউট দলের প্রধান মোঃ মিরাজ, সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম, মোঃ হাসান, মেহেদী, রনি, আসাদুল সহো আরো অনেক। এই সময় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই।
সদস্য সচিব ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম তিনি বলেন, জাতীয় নিরাপদ সড়ক বিনির্মানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই এই দিবস উদযাপন সফল হবে। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সড়ক বৃদ্ধিকরণ, চালকদের উন্নত প্রশিক্ষণসহ জনসাধারণের মাঝে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা রোধসহ মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা করা সম্ভব হবে। নিরাপদ সড়ক চাই এর পাথরঘাটা উপজেলার প্রধান উপদেষ্টা ও সাংবাদিক আমিন সোহেল বলেন, দেশে দিন দিন যেভাবে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা সত্যি ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। আমি নিজেও ২০২৩ সালে সড়কে বাইক এক্সিডেন্ট করি, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার সাথে থাকা একজন মারাও গেছে, এটা খুবই ভয়ংকর বিষয়। সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে ১৭ জন মাসে ৫১০ জন এবং বছরে ৬১২০ জন মানুষ মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। বছরে ছোট বড় ১৫ হাজার দূর্ঘটনায় ৮৮ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি পেতে হলে কারও উপর দ্বায় চাপিয়ে বাচার চেষ্টা নয় বরং সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।