মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ২২/১০/২০২৪ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজের শরীর চর্চা বিষয়ক শিক্ষক সিরাজুল ইসলাম (কবির) প্রভাব খাটিয়ে (১২) বছর কলেজে না গিয়ে ও বেতন তুলেছেন। জানা গেছে শরীর চর্চার শিক্ষক ও আওয়ামী লীগের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা আপার পিএস (সিরাজুল ইসলাম কবির) প্রভাব খাটিয়ে জামিরতা ডিগ্রি কলেজে চাকরি নেয়। এর পর থেকে তিনি কোনো দিন ও কলেজে যাননি কলেজের কোনো ছাএ - ছাএী তাঁকে চেনে না। মাস শেষে কলেজের অধ্যাক্ষ জনাব হায়দার আলীর সঙ্গে যোগাযোগপূর্বক তিনি বেতন তুলে নেন। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে (সিরাজুল ইসলাম কবির) নামের শিক্ষক শাহজাদপুর থেকে পালিয়ে যায়। এর কিছু দিন পর থেকে শিক্ষক (সিরাজুল ইসলাম কবির) এর বিরুদ্ধে ছাএ- ছাএীরা কলেজে মিছিল ও মানববন্ধন করে। শুরু হয় আন্দোলন সাধারণ ছাএ - ছাএীদের দাবী কলেজের শরীর চর্চা বিষয়ক শিক্ষক (সিরাজুল ইসলাম কবির) কে পদত্যাগ করতে হবে। এর পর কলেজের প্রিন্সিপাল কিছু দিন সময় নেন কিন্তু নানা কৌশলে তাকে কলেজে আনতে ব্যার্থ হন। এ বিষয়ে সাধারণ ছাএ - ছাএীরা জানান দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। স্বাধীনভাবে আজকে আমরা কথা বলতে পারছি কিন্তু কলেজে নানা অনিয়ম করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। গত ২০/১০/২০২৪ ইং তারিখ রবিবারে ও কলেজে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে শিক্ষার্থী হাসিবুর রহমান , ময়নুল রহমান , শাহাদত , রাসেল প্রমুখ ব্ক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন (সিরাজুল ইসলাম কবির) উপজেলা আওয়ামী লীগের নেতা হওয়ার সুবাদে দলীয় ক্ষমতা ব্যাবহার করে চরম স্বেরাচারী হয়ে ওঠেন। দীর্ঘ ১২ বছর কলেজে না গিয়ে ও তিনি বেতন তুলে নিয়েছেন। তাই আমরা তার পদত্যাগ নিশ্চিত দাবী করেছি। কলেজের অধ্যাক্ষ হায়দার আলী এ বিষয়ে জানান (সিরাজুল ইসলাম কবির) ছিলেন সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা আপার পিএস। আমি তাঁকে অনেকবার বলেছি। কিন্তু সে কলেজে আসে নাই। বর্তমান সে পালিয়ে রয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো : কামরুজ্জামান স্যারের সাথে যোগাযোগ করা হলে জানান আমি বিষয়টি অবগত হয়েছি আমি ( সিরাজুল ইসলাম কবির) শরীর চর্চার শিক্ষক কে শোকজ ও করেছি। কিন্তু সে কোনো জবাব দেয়নি। আমি তাঁর বিরুদ্ধে কঠর ব্যাবস্থা গ্রহন করবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো : কামরুজ্জামান স্যার আরো বলেন তাকে শোকজ করা হয়েছে তার বেতন ভাতা বন্ধ করা হয়েছে ।