আজ ২২শে অক্টোবর মঙ্গলবার, পূর্ব -মধ্য বঙ্গোপসাগরের উপর গতকালের চিহ্নিত নিম্নচাপ এলাকাটি, পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরে গেছে বলে জানা যায়।
যদিও একটি নিম্নচাপ কেন্দ্রীভূত হয়েছে এবং আজকের 22 শে অক্টোবর সাড়ে পাঁচটায় আই এস টি অক্ষাংশ ১৫.৪ ডিগ্রি এন এবং দক্ষিণাংসে ৯১.২ ডিগ্রী ই এর কাছাকাছি একই অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে। পারাদ্বীপ উড়িষ্যা থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং খেপু পাড়া বাংলাদেশ থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এটি নড়াচড়া করার সম্ভাবনা রয়েছে বেশি।
পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং পূর্ব - মধ্য বঙ্গোপসাগরের উপর ২৩ শে অক্টোবর ২০২৪ এর মধ্যে একটি ঘূর্ণিঝড় তীব্রতর হবে বলে জানা যায়। এরপর আস্তে আস্তে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এটি ২৪ তারিখের সকালের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গপ্রসাগরে প্রথম ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
২৪ শে অক্টোবর ২০২৪ এর রাত এবং ২৫ শে অক্টোবর সকালের মধ্যে কুড়ি ও সাগরদ্বীপের মধ্যে উত্তর উড়িষ্যা এবং পশ্চিম বঙ্গপ্র সাগর উপকূল অতিক্রম করার খুব সম্ভাবনা রয়েছে, ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা হওয়ার গতি সহ, একটি গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় হিসাবে ১২০ কিমি পর্যন্ত প্রতি ঘন্টায় বইতে পারে।
ঘূর্ণিঝড়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে উপকূল রক্ষী বাহিনীকে আবহাওয়া সর্তকতা ঘোষণা করেছে। যাতে ভারতীয় মাছ ধরার নৌকো গুলিকে অবিলম্বে আর ও এস এবং সমুদ্রে জাহাজ ও বিমানের মাধ্যমে বন্দরে ফিরে যেতে অনুরোধ করেছেন , এছাড়াও প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকম ভাবে সমুদ্র উপকূলে ব্যবস্থা রাখা থাকবে।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস