রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরো পয়েন্টের বড় মসজিদের পাশে গত দুইদিন যাবত ধরে ডিম বিক্রি করছে ‘ভলান্টিয়ার্স অব রাজশাহী’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন । আর তাতে ক্রেতারা সারা মিলেছে ভালো । কারণ ক্রেতারা পাচ্ছে বাজার মুল্য থেকে হালিতে ৩-৪ টাকা কম। এতে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের মাঝে, তারা বলছেন এই ভাবে তরুণ সমাজ এগিয়ে আসলে দেশের যে কোন সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব, আমরা চাই তারা এই ভাবেই আমাদের পাশে থাকুক,এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তারা মঙ্গলবার রাজশাহী নগরের তিনটি স্থানে ডিম বিক্রি করেছেন ১.সাহেব বাজার জিরো পয়েন্ট, ২.লক্ষিপুর ৩.কোর্ট স্টেশন এলাকাই৷৷
তাদের সংগঠনের সভাপতি যুবায়ের বলেন একই দামে ডিম বিক্রি করেছে তারা বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনটি জায়গায় তারা ১০ হাজারের বেশি ডিম বিক্রি করেছে। সংগঠনটি রাজশাহীর ডিলার "মেসার্স ডিএস এন্টারপ্রাইজ থেকে সরাসরি ডিম এনে বিক্রি করছে ৪৮ টাকা হালি দরে। আর এক ডজন ১৪২ টাকায় এবং এক খাঁচা (৩০টি ডিম) ৩৫২ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এবং সাধারণ সম্পাদক, ইমাদুল হক (ইমন) বলেন, যেসব নিত্যপণ্যের দাম মানুষের সাধ্যের বাইরে যাবে, সেগুলো তাঁরা বিক্রির তালিকায় রাখবেন। তাঁরা আগামীকাল ও ক্যাম্পেইন চালিয়ে যাবে বলে জানান। তাদের আগামীকাল ডিম বিক্রয়ের স্থান চারটি জিরো পয়েন্ট, মনি চত্ত্বর,ভদ্রা, নওদাপাড়া
এ উদ্যোগের ফলে বাজারে প্রভাব পড়বে বলে মনে করেন বিভিন্ন শ্রেনির মানুষ জন।