গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর ধামইরহাটে,
চিরনিদ্রায় শায়িত হলেন কাইমদ্দিন সরকার।
বুধবার (২৩ অক্টোবর) চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান নেতা কাইমদ্দিন সরকার।বাদ জোহর ধামইরহাট ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো বিএনপির বর্ষিয়ান নেতা কাইমদ্দিন সরকার (৭২)এর জানাজা।
অগণিত মানুষের
ভালোবাসায় সিক্ত হয়ে চির নিদ্রায় শাহিত হলেন ত্যাগি এই নেতা। তার জীবন দশায় বিএনপি’র গুরুত্বপূর্ণ পদে বিচরণ করেন বর্ষিয়ান এই নেতা। দলের দুঃসময়ে সঠিক নেতৃত্ব দেন তিনি।
ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি ।পারিবারিক সূত্রে জানা যায় বেশ কিছুদিন থেকে তার শারীরিক অবস্থা ভালো ছিল না বলে এই অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি রেখে যান স্ত্রী সহ দুই ছেলে ও চার মেয়ে সহ অসংখ গুনগ্রাহী।
গুণী এই নেতার জানাজায় সমবেত হন নেতৃবৃন্দ। এ সময় গুনি এই নেতার সম্পর্কে কথা বলেন ধামইরহাট পত্নীতলা আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক ও সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা যুবদলের বর্তমান আহবায়ক বায়োজিদ হোসেন, ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এম এ ওয়াদুদ,বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হানজালা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, রুহুল আমিন, পৌর বিএনপি’র সাবেক সম্পাদক রেজুুয়ান হোসেন, পৌর যুব দলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকার সর্ব সাধারণগন।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি