চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা
২৩ ই অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় আনোায়ার উপজেলার সিনিয়ন আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা ১৩ আসনের বিএনপির অঙ্গ- সংগঠন নিয়ে ৩১ দফার কর্মসূচিপালন করেন।
আজ বিকাল ৩ ঘটিকায় কাফকো সেন্টার হয়তে।তারেক রহমানে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ করা হয়। বিকাল ৩ ঘটিকায় ১নং বৈরাগ ইউনিয়ন বিএনপির নেতা আবু তাহের নেতৃত্বে।কাফকো সেন্টার সংলগ্ন এজেহার মার্কেট এর সামনে সকলের উপস্থিতিতে সমাবেশে অংশগ্রহন করে আনোয়ারার সকল যুবদল, ছাত্র দল,ও সংগঠনসদস্য স্থানে সমাবেত হয়ে।বিকালের কাফকো হাউজিং কলোনির সামনে থেকে মিছিল নিয়ে সেন্টার হয়ে সিইউএফএল সোনালী ব্যাংকের সামনে উপস্থিত জোড় হয়ে সমাপ্তী করেন।কর্মী সমাবেশে প্রদান অতিথি হিসাবে উপস্থিতিতে আলহাজ্জ ইলিয়াছ কাঞ্চনে চেয়্যারমান
যুগ্ম সম্পাদক আনোয়ারা উপজেলা বিএপির ১৩ আসনের নেতা বক্তব্য মধ্যে দিয়ে সমাবেশটি পালিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন। ২ নং বারশত ইউনিয়ন বিএনপি নেতা ইউছুপ সওদাগর, আহমমদ নুর আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য, আলহাজ্জ মোহাম্মদ আবদুল করিম দক্ষিন জেলা যুবদল ধর্ম বিষয়ক সম্পাদক,ইসমাইল মেম্বার জেলা যুবদল যোগাযোগ বিষয়ক সম্পাদক, মহিবুল্লাহ কাসেমী দক্ষিন জেলা যুবদল তথ্য গভেষনা সম্পাদক, আব্বাস নুর যুগ্ম আহবায়ক আনোয়ারা থানা যুবদল,মোহামমদ কাইয়ুম খান যুবদল নেতা আনোয়ারা উপজেলা, মোহাম্মদ শমসুল ইসলাম,রহিম শাহ সদস্য যুবদল দক্ষিন জেলা, আবছার তরুন দল সভাপতি উপজেলা আনোয়ারা, ওবাইদুল,রানা, করিম, হেফাজ, জাহানগীর, সওকত, জয়নাল,আমন উল্লাহ আমান, আমিন, রাশেদ, সিহাব, যুবনেতা নাসির, টিটু,ফরিদ, জাকির,মহিউদ্দীন, ইমাম শরিফ প্রকাশ খলিল বিএনপি নেতা মনজু সাইফুল,আবদু সালাম,আজিজ,এমদাদুল হোসেন,যুবদলের সদস্য কায়ুম খান (উত্তর বন্দর), সৃুমন,আবদুল আজিজ বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক যুবদল নেতা,মোঃ আলমগীর ড্রাইভার চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নর সভাপতি ও বি এন পির যুবদল সদস্যদের উপস্থিতিতে।আনোয়ারা শিল্প জোন (কেইপিজেড) পোশাক শিল্প কারখানায় স্থানীয় শিক্ষার্থীর,কর্ম সংস্থার ব্যবস্থাপনা ও স্যৈরচারি হাসিনার বিরুদ্ধে আওয়ামীলীগের সকল কার্যকালাপ মুছে দিতে জো দাবি।এবং আনোয়ারা ইকোনমিক জোনে শিল্প চাকরী ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস করেন।বিএনপি ক্ষমতায় আসলের সকল সুযোগ সুবিধা দেওয়া কর্ম বঞ্চিত শিক্ষীতদের কর্মসংস্থার ব্যবস্থার জোর দামি ও জানেন।সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন, এর পাশা পাশি সকলে সহযোগিতা কামনা করে বলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার জানায়।