স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীতে সূফী তরিকার আলোক বর্তিকা, আল সূফী বার্তা উপদেষ্টা, শিবপুর দরবার শরীফে বাৎসরিক ওরসের আখেরি মোনাজাতের ছদারতকারী ও পদুয়া দায়রা শরীফের খলিফা সূফী মুহাম্মদ শহীদুল ইসলাম চিশতী ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গতকাল (২২ অক্টোবর) মঙ্গলবার সদর উপজেলার পূর্ব বারাহীপুর মনিপুর বটতলা চিশতি মঞ্জিলে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে নোয়াখালীর তরিকত অঙ্গনে এক শোকের ছায়া নেমে পড়ে। সূফী ব্যক্তিত্ব শহিদুল ইসলাম চিশতিকে একনজর দেখার জন্য পদুয়া দায়রা শরীফের পির সৈয়দ মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতীসহ নোয়াখালী জেলার সূফী তরিকার বিভিন্ন দরবার, দায়রা, খানকাহ থেকে অসংখ্য সূফী তরিকার অনুসারীরা চিশতী মঞ্জিলে ছুটে আসেন।
আজ (বুধবার) সকাল ১০ ঘটিকায় এই সূফী ব্যাক্তিত্বের জানাজার নামাজ শেষে পিতা-মাতার কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন মুফতি আবদুল আলিম আল কাদেরী।
সূফী ব্যাক্তিত্ব শহীদুল ইসলাম চিশতীর মৃত্যুতে শোক প্রকাশ করেন পদুয়া দায়রা শরীফের পির আওলাদে রাসুল সৈয়দ মাসুক চিশতী, শিক্ষাবিদ আবদুল্লা মাষ্টার, শিবপুর দরবারের আনোয়ারুল হক হোরন, তরিকতবিদ
জিএম শহিদুল্লাহ, আহলে সুন্নাত নেতৃবৃন্দ দেলোয়ার হোসেন নয়ন, আমানতপুর দরবারের মোতাওয়াল্লী সূফী গোলাম মাওলা, মোঃ টুটুল, গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, জাকেরগ্রুফের সভাপতি মোঃ হাসান, সূফী সাহিত্য পাঠাগারের আলি আকবর ও সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতীসহ প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ, আল সূফী বার্তা সম্পাদক রাসেদ বিল্লাহ চিশতীসহ অসংখ্য সূফী অনুসারীদের মাঝে সূফী তালিম জারি রেখেছেন সূফী ব্যক্তিত্ব মরহুম শহিদুল ইসলাম চিশতি।