মো:মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার :
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ শে অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায় তুনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিন সরকার, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন,, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আব্দুল খালেক, উপজেলা সেচ প্রকল্প অফিসার আব্দুর রাজ্জাক, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাই সভাপতি আতাউর রহমান, কালাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তানভিরুল ইসলাম। অত্র সভায় চুরি, ছিনতাই, জুয়া খেলা, মাদক ব্যবসা ও সেবন, বাল্যবিবাহ, হাটবাজারে চাঁদাবাজি এবং ধান বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত ধলতা হিসাবে ধান নেওয়া বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে । এ সময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
সভাপতি ইউএনও মহোদয় ওইসব বন্ধ এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সকলের কাছে সহযোগিতা চেয়ে তিনি আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।