মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
এক ডোজ এইচপিভি টিকা দিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন
ইউনিসেফ এর সহযোগিতায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় ময়মনসিংহের আয়োজনে, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ময়মনসিংহ বিভাগীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. আশরাফী আহমদ এনডিসি, মহাপরিচালক, নিপোর্ট ঢাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ডা. প্রদীপ কুমার সাহা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ; মোঃ ওমর ফারুক, চিফ ফিল্ড অফিসার, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ইউনিসেফ; ডা. মোঃ মাজহারুল ইসলাম লিজন, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, নিউ ভ্যাকসিন ইন্ট্রোডাকশন, ডাব্লিউএইচও, ঢাকা।
আলোচনা পর্বের শেষে জনসচেতনতা মূলক নাটিকা ও বাউল গান পরিবেশিত হয়। পরে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে ময়মনসিংহ বিভাগীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়।