রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ডিমের বাজার সিন্ডিকেটকে ভাঙ্গার জন্য ভলেন্টিয়ার অফ রাজশাহী নামক একদল স্বেচ্ছাসেবী টিম কাজ করছেন তারা জানান ডিলার পয়েন্ট থেকে ডিম কিনে সরাসরি সাধারণ মানুষের কাছে এনে বিক্রয় করছেন এতে তাদের খুব সীমিত লাভে তারা ডিম বিক্রয় করছেন তারা
তাদের গ্রুপের সভাপতি এবং সেক্রেটারি বলেন আজ আমাদের ডিম বিক্রির ক্যাম্পেইন শেষ হবে। আমরা বাজার ভিজিট করে দেখেছি আগের থেকে ডিমের দাম কমেছে। আমরা গত চার দিনে আমরা চারটা পয়েন্টে ৪০ হাজার ডিম বিক্রয় করেছি এতে সাধারণ মানুষের অনেক দোয়া এবং ভালোবাসা পেয়েছি, তারা কঠিন হুঁশিয়ারি করে বলেন যে সব ব্যবসায়ী পণ্য সিন্ডিকেট করে ব্যবসা করবে সেসব পণ্য আমরা কম দামে বিক্রি করব।
ভলেন্টিয়ার অফ রাজশাহী গ্রুপের আজ শুক্রবার ডিম বিক্রয়ের ক্যাম্পেইনে শেষ দিন ছিল প্রতিদিনের মতো আজকেও তারা চারটা পয়েন্ট ডিম বিক্রয় করেছি আজকের পয়েন্ট গুলা ছিলো ১.লক্ষ্মীপুর কাঁচা বাজার ২.সাহেব বাজার মনি চত্বর, ৩.বিনোদপুর বাজার ৪.হরগ্রাম বাজার আজ ডিম বিক্রয়ের সময় ছিলো সকাল ৮:৩০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই চারটা পয়েন্টে তারা ১০ হাজার ডিম বিক্রয় করতে সক্ষম হয়েছে তারা জানান মানুষের চাহিদা অনুযায়ী আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, এবং তার আরো বলেন যেকোনো সিন্ডিকেট ভাঙতে প্রত্যেকটা ওয়ার্ডে বিশ জন করে স্বেচ্ছাসেব থাকলে এবং তারা যদি সিন্ডিকেট ভাঙতে এগিয়ে আসে তাহলে খুব তাড়াতাড়ি আমরা জিনিসের দাম কমাতে পারবো আজকে জারা ডিম বিক্রয় করেছেন তারা হচ্চেন রাহাত, সেতু,খাইরুল,উর্মি
নাঈম, জাহিদ, হাফিজ,কাইফ,শিহাব, মেহেদী, শিশির, মুন্নুজান,জিনারা আক্তার, কাফি, হাবিব, পাপড়ি, সূচনা, সোহাগ, আতিক সুমন, মুব্বাশির,দেলোয়ার, নাহিদ, শিলা, মুসকান, ফাতেমা প্রমুখ