সাভার প্রতিনিধ: সাভারে অর্ধগলিত এক মধ্য বয়সী পুরুষের লাশ উদ্ধার করেন সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার(২৫ অক্টোবর) রাত ৯ টায় ঢাকা জেলার সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকু্তা এলাকায় ভাকুর্তা প্রাইমারি স্কুলের পিছনের একটি ডোবা থেকে অজ্ঞাত এক মধ্য বয়সী পুরুষের অর্ধগলিত (৪০) লাশ উদ্ধার করেন পুলিশ।
এলাকার স্থানীয় কোরবান আলী বলেন, রাতে আমরা কয়েকজন মিলে দেখতে পাই ওই ডোবায় একটি লাশ পড়ে রয়েছে।
সাথে সাথেই সাভার মডেল থানায় খবর দিলে সাভার ভাকুর্তা ফার্ড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পায়।
ভাকুর্তা ইউনিয়নে পুলিশ ফার্ড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, ভাকুর্তা স্কুলের পিছনের একটি ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ধারনা প্রায় এক সপ্তাহ আগের লাশ হতে পারে। তিনি আরও জানান, লাশটি অর্ধগলিত হওয়ার কারনে পরিচয় সনাক্ত করা সম্ভব না।
অতঃপর লাশের ডিএনএ পরিক্ষা করার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রাতেই পাঠানো হয়েছে।