সুমাইয়া মোস্তাকিম বগুড়া জেলা প্রতিনিধিঃ
শনিবার (২৬সে অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্র নেতা ড. মো: শফিকুর রহমান এর আগমনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত। প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামের নারী রোকন সদস্য দের নিয়ে একটি সম্মেলন হয়।এর পর বাংলাদেশ জামায়াতে ইসলামের পুরুষ রোকন সদস্য দের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামের সকল সদস্য সহ একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।পর পর একদিনে তিনটে সম্মেলনের পরে জনগনের ভীর যেন কমছেই না। যে যেখান থেকে পারে নিজ নিজ উদ্যগে সম্মেলনে উপস্থিত হন,ড. মো: শফিকুর রহমান এর বক্তব্য শোনার জন্য। বগুড়া আলফুন্নেসা মাঠে সারিবদ্ধ ভাবে চেয়ারের ব্যবস্থা করা হয় যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের সকল সদস্য বসতে পারে।উক্ত সম্মেলনে নারী রোকন সদস্য ছিলেন ৪০০০ জন পুরুষ রোকন সদস্য ছিলেন ৬৫০০ জন একং সুধী সদস্য ছিলেন প্রায় ১৫ হাজারেরও বেশি।এত লোক হবার পরেও সেখানে কোনো ঝামেলা ছারাই একটি শান্তিপূর্ন সম্মেলন শেষ হয়।এবং বারি ফিরার পথে সকলের জন্য দুপুরের খাবার দেওয়া হয়েছিলো।