মিজানুর রহমান,জেলা প্রতিনিধি বগুড়াঃ-
বগুড়ার শিবগঞ্জে গন অধিকার পরিষদ (জিওপি) এর তৃতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬শে অক্টোবর) বিকেলে গণ অধিকার পরিষদের শিবগঞ্জ উপজেলার ছাত্র, যুব,শ্রমিক ও গণ প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে শিবগঞ্জ আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনে হইতে পৌর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণ-অধিকার পরিষদের শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সেলিম সরকার রেজার সভাপতিত্বে
ও বায়েজিদ বোস্তামীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি সোহাগ আহমেদ, যুব অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম খান,দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম,
বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদি সরকারের শাসনামলে তারা দেশের মানুষের উপর যে অমানষিক নির্যাতন নিপীড়ন করেছিল এইসব অত্যাচার নির্যাতন থেকে বাংলার মানুষ বাচঁতে গিয়ে গত ৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দোসররা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। ঐদিনের ঘটনায় দেশের অনেক ছাত্রজনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় দফা এই সোনার বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমরা সকল শহীদদের আত্মার রুহের মাগফিরনাত কামনা করছি, পাশাপাশি আমাদের গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরসহ আমাদের জেলা শাখার
নেতৃবৃন্দকে রাস্তায় কোন মিছিল মিটিং করতে দেয়নি শিবগঞ্জের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের দালালচক্র। তারপরেও শিবগঞ্জ উপজেলার গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দরা রাস্তায় মার খেয়েও আন্দোলন থেকে ধমিয়ে রাখতে পারেনি। আগামীতে গণ-অধিকার পরিষদের শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দরা যেকোন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সকল নেতাকর্মীদের নিয়ে প্রস্তুত থাকার আহবান জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের শিবগন্জ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আতোয়ার রহমান,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শিবগন্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান,বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ-শিবগন্জ উপজেলা শাখার সদস্য সচিব সাইফুল ইসলামসহ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।