মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে পৌর যুবদলের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ গোলজার হোসেন, এডভোকেট উসমান গনি মল্লিক মাখন, আবদুল্লাহ আল মামুন পাঠান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামছুদ্দিন খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা সেলিম আকন্দ যুবদল নেতা প্রমুখ। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।