আব্দুল জব্বার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে আজ দুপুর ১ ঘটিকার সময় নিজ কার্যালয়ে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্বে করেন রাণীশংকৈল জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মনি।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাহান আলী সভাপতি পৌর বিএনপি,মহসিন আলী সাধারণ সম্পাদক পৌর বিএনপি,কামরুল হুদা আহবায়ক পৌর যুবদল,আক্তার আলী সদস্য সচিব পৌর যুবদল, মুক্তার আলী সাবেক সভাপতি ছাত্রদল ও ৫ নং ওয়ার্ড সদস্য পৌর যুবদল এছাড়াও বিভিন্ন অঙ্গনের সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান দেশের অবস্থান এবং এই সংগঠনকে সু সংগঠিত করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষ মিলাদ মাহফিল ও রাণীশংকৈল ডিগ্রী কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।