মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় শীতকালীন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ১২ হাজার কৃষককে কৃষি প্রনোদনা দেয়া হচ্ছে।এরই অংশ হিসেবে রোববার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ( ২৭ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, রইসুদ্দিন প্রমুখ। প্রসঙ্গত: চলতি ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিতরন করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার।