মোঃমামুনহাওলাদার
মাদারীপুর জেলা প্রতিনিধি:
জনতার অধিকার- আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে কালকিনি পালিত হয়েছে জনগনের বিকল্প শক্তি, গণঅধিকার পরিষদ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলা, সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠ, থেকে মোটর সাইকেল ও ট্রাক নিয়ে আনন্দ রেলি বের হয়ে প্রতেক ইউনিয়ন এ গুরে।
রেলি শেষেহয় কালকিনি থনার সামনে। আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদারীপু জেলা গণঅধিকার পরিষদের সাংগাঠনিক সম্পাদক আল মামুন , এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আহবায়ক ইউসুফ কাজী সাইফুল মৃধা এর সন্চালোনা করেন জিসান আহম্মেদ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় সাংসদ পরিষদের মো:সাইফুল ইসলাম সিজান কালকিনিউপজেলা সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন।
এবং কালকিনি উপজেলা ছাত্র যুব শ্রমিক ও গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।