মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় শরৎনগর বাজার ধান হাটা এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফরিদ আহাম্মদ। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল হিরোক, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলতাব হোসেন,যুগ্ম আহব্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন, পৌর যুবদলের আহব্বায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম বুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম টিটু, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম,সাবেক কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান পান্না, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ হুমায়ুন কবির উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ লিখন সরকার প্রমুখ।এসময় বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর নির্দেশনানুযায়ী যুবদলের নেতৃবৃন্দ তাদের নেতাকর্মীসমেত কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।প্রস্তুতি সভায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পিং, রক্তদান,বৃক্ষরোপণ ও বিতরণ।
ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে রোগিদের স্বাস্থ্য সেবা প্রাদান করেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খনম লিমা।