আজ ,২৭শ অক্টোবর রবিবার, ঠিক দুপুর বারোটা পঞ্চাশে মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিমানবন্দর স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তাপস রায়, সুকান্ত মজুমদার, নিশীথ পরামানিক সহ অন্যান্য বিজেপি কর্মীরা।
স্বরাষ্ট্রমন্ত্রীকে পুষ্পস্তবক ও ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। ও সম্বর্ধনা করেন।
এরপর বিমানবন্দর থেকে রওনা দেন পুরো একটা পাঁচে ওয়েস্টার্ন হোটেল, এখানে সকলকে নিয়ে বিজয়া সম্মেলনে ছাড়লেন এবং লাঞ্চ করলেন,
নিউ টাউন ইকোপার্কে প্রাত ভ্রমণকারীদের সাথে বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, খোশ মেজাজে আড্ডা সারলেন, প্রাতও ভ্রমণকারীদের একটি গান তিনি শোনালেন।
এত ভবনের পর দুটো কুড়ি থেকে চারটে পর্যন্ত মিটিং সারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলের সাথে। চারটে কুড়িতে তিনি পুনরায় কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন এবং চারটে ২৫ এ তিনি অবতরণ করেন বিমানে। করা নিরাপত্তার ঘেরা টোপে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহার কলকাতা সফর শেষ করেন।।
রিপোর্টার ,সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা