আজ ২৭শে অক্টোবর রবিবার, ঠিক দুপুর দুটোয় কলেজ স্কোয়ার বিদ্যাসাগর উদ্যানের সামনে, বেশ কিছু পোশাক নিয়ে, রাজপথে নির্যাতিতারা পোষাক প্রদর্শনী করলেন এবং প্রতিবাদ জানালেন।
উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র সহ অন্যান্যরা , বিভিন্ন মেয়েদের পোশাক মঞ্চের সামনে লাগিয়ে, প্রতিবাদের ঢেউ তুললেন, এবং এই নিয়ে একটি ক্যাপশনও তারা তৈরি করেছেন,….. আমাদের ধর্ষণের কারণ, আমাদের পোশাক নয়।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যাহারা পোষাক পোড়া কে নিয়ে এই সকল কথা বলে তাদের আমরা ধিক্কার জানাই, কুরুচিকর মন্তব্য করার জন্য, কারণ পোশাক পরলেই যে সেই মেয়েটি খারাপ হবে, খারাপ কাজে লিপ্ত হবে, এটা কিভাবে ধরে নেন,
তিনি বলেন আমিও ছবি করি, আমার চরিত্র অনুপাতে পোশাক পড়তে হয় তা বলে কি আমি খারাপ হয়ে গেলাম, এটা সব সময় ভাবতে হবে,
এমনকি এই সকলকে কেন্দ্র করে, প্রশাসনের কিছু মানুষ ও অফিসার নিজেদের কায়েমসিদ্ধি করছে, কেউ যদি কারো বিরুদ্ধে নালিশ করতে যান, বা ডায়েরী করতে যান, তাহারা সেই ডায়েরী নিতে চান না, যদি সময় মত এই ব্যক্তির নামে ডায়েরী নেয়, অভিযোগ লিপিবদ্ধ করে তাহলে দোষীরা শাস্তি পায়,
ইদানিং মেয়েদের যে কোন কিছু ঘটনাকে ধর্ষণ বা রেপ বলে চালিয়ে দেওয়া হয় এবং প্রকৃত দোষীকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, তাই আমরা একটি কথা স্মরণ করে দিতে চাই, আপনাদেরও কারো না কারো ঘরে ছোট বাচ্চা আছে, এটা ভেবে রাখবেন,
তাই আজ পোশাক প্রদর্শনীর সাথে সাথে, তারা বেশ কয়েকটি দাবিও তুলে ধরলেন নিরাপত্তার জন্য মেয়েদের সুরক্ষার জন্য, অবিলম্বে দাবি গুলি পূরণ করার কথা বলেন।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা