আজ ২৭শে অক্টোবর রবিবার, ঠিক বিকেল তিনটায়, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মহা মিছিল ও রাজভবন অভিযান করলেন।
প্রায় একশো থেকে দেড়শো ডাক্তার এই পদযাত্রায় সামিল হন। তিলোত্তমার বিচার ছিনিয়ে নিতে, এবং দোষীদের বিচারের দাবীতে এই মহা মিছিল।
কামদুনি থেকে জয়নাগর ,পার্ক স্ট্রিট এবং আর জি কর হাসপাতালে নারকীয় ঘটনা ঘটেছে, এবং এই সকল ঘটনাকে বিভিন্ন ভাবে অপ্র প্রচার চালিয়ে দোষীদের আড়াল করা হচ্ছে, আমরা তা হতে দেবো না , তাই স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে হাসপাতালে দুষ্কৃতীদের ও দোষীদের বিরুদ্ধে সঠিক বিচার চাই,
কেন এতো টালবাহানা, কেন দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কেন আবার একটি নয় বৎসরের শিশুকে প্রান দিতে হলো, সমস্ত কিছুর তদন্ত ও দ্রুত বিচার চাই।
সমস্ত কিছুর নিরাপত্তা চাই, কাজের ক্ষেত্রে, ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে, অফিস-যাত্রীদের ক্ষেত্রে, রোগীদের ক্ষেত্রে নিরাপত্তা চাই।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা