মো:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের গুড নেইবারস সিপিডি এর আয়োজনে ২৮ শে অক্টোবর ২০২৪ সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গুড নেইবারস সিপিডি এর ম্যানেজার জনাব প্রাঞ্জলী-মৃ এর সভাপতিত্বে উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র গুড নেইবারস সিপিডি এর ম্যানেজার জনাব প্রাঞ্জলি -মৃ তিনি বলেন উক্ত প্রতিষ্ঠানে শিশুর অধিকার নিয়ে কাজ করা হয়। শিশু ও মার ফ্রি চিকিৎসা ও আর্থিক সাহায্য প্রদান করা হয়। শিক্ষার উন্নয়ন বিষয়ে মা সমাবেশ করা হয় শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার ব্যবস্থা করার কথা বলে স্বাগত বক্তব্য শেষ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান তিনি শিক্ষার অগ্রগতি বিষয়ে এবং বিতর্ক প্রতিযোগিতার ব্যাপারে ব্যাপকভাবে শিক্ষার্থীদের লক্ষে সু-পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন ও মোলামগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন। উক্ত ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় উপজেলার ২০টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় পাঁচজন শিক্ষার্থী বিজয়ী হয়েছে অনুষ্ঠান শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।