মুন্সীগঞ্জ প্রতিনিধি - মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার কারাখানায় অবৈধ কারেন্ট জাল ফ্যাক্টরিতে যৌথ বাহিনীর অভিযান চালিয়েছে
উধ্বর্তন কর্মকর্তারা।
২৮ই অক্টোবর সোমবার বেলা দুপুরে পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাবাঙ্গা এলাকায় অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লিখন বনিকের নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর জনাব মোঃ সাসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ মুন্সিগঞ্জ জেলা পুলিশ ও আনসার সদস্যদের সমন্নয়ে যৌথ অভিযান পরিচালনা করিয়া জনৈক গোলাম মোস্তফার কারেন্ট জাল তৈরীর কারখানা থেকে ১৪৫০০০০(চোদ্দ লক্ষ্য পঞ্চাশ হাজার) মিটার কারেন্ট জাল এবং একজনকে ৫০০০( পাচ হাজার) টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।