আজ ২৮ শে অক্টোবর সোমবার, মেদিনীপুর জেলার পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় আজ বিকালে,
কয়েকদিন আগে পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা মহাপাত্র ঐ পদ থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি কে। আজ স্টেজে উঠেই কাঁদতে দেখা গেল সুমনা পাত্রকে। যদিও এর আগে বেশ কয়েকজন মঞ্চে থাকা নেতৃত্ব, মঞ্চে আসার আমন্ত্রণ জানান তাকে, তিনি সাথে সাথে না বলে দেন।
তবে সেচমন্ত্রীর ডাকে অবশেষে সাড়া দেন এবং মঞ্চে আসেন সুমনা মহাপাত্র। এরপরেই মাইক হাতে মানস ভূঁইয়া বলেন, পাঁশকুড়া টাউন তৃণমূলের সভাপতি পদ দলের নির্দেশে সুমনা মহাপাত্র দেখভাল করবেন , এখানে কেউ কারো লোক নয়। আমরা সবাই দলের লোক, যদিও এই বিষয়ে তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র কিছুই বলেননি ক্যামেরা সামনে। এটা দলের সিদ্ধান্ত দলই যেটা ভালো বুঝবে সেটাই করবে।
তবে সংবাদমাধ্যমে সুমনা মহা পাত্র রাজ্য নেতৃত্বে যে কাজে গুরুত্ব দিয়েছে তাই চোখের জল এসেছিল, দিদির নির্দেশ আমার অবজ্ঞা করার ক্ষমতা নেই তাই তিনি আবারও ওই পদে পূর্ণব্রহাল থেকে দলের হয়ে কাজ শুরু করবেন বলে জানান।
প্রথমে তিনি মঞ্চের নিচে বসে থাকলেও, শেচমন্ত্রীর ডাকে সাড়া দিলেন শেষ পর্যন্ত,
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস