হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে হোসেনপুরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর।
উপজেলা, জগদল,পুমদী, গোবিন্দপুর, সাহেবের চর, সূরাটি, গ্রামগুলোতে গত কয়েক বছর আগে ও নজরে পড়তো মাটির ঘর।প্রচন্ড গরমও শীতে বসবাসের উপযোগী ছিল এই মাটির ঘর। এক সময় এই এলাকা ধনী-গরিব সবাই সেই ঘরে বসবাস করতেন।
তবে কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তি হতে বসেছে মাটির তৈরি ঘর।জানা যায়, হোসেনপুর উপজেলা, ৬টি ইউনিয়নের ৯৮ টি গ্রাম আছে। এর মধ্য জগদল গ্রামে তিনটি পরিবারের শত বছরের
দুইটি মাটির দেওয়ালের ঘরে এখনো বসবাস করছে। মাটির ঘরে বৃদ্ধা নুরজাহান বেগম ( ৭৮) ও ইরানি আক্তারের ( ৬০) দুটি পরিবার নিয়েই বসবাস করছেন। এসময় কথা হয় জগদল গ্রামের বাসিন্দা
আল-আমিন ভূঁইয়া সাথে তিনি বলেন, আরামদায়ক মাটির ঘরের দরিদ্র মানুষের পাশাপাশি বিত্তবানরাও একসময় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। বৃষ্টি বা বন্যায় ক্ষতিগ্রস্থ না হলে এসব ঘর অনেক বছর পর্যন্ত টিকে থাকে বলেও জানান। সুরাটি গ্রামের রফিকুল ইসলাম বলেন, ৪০ বছর আগে এই ঘর নির্মাণ করেছিলাম। তখনকার সময়ে আমার খরচ হয়েছিল প্রায় ৫ হাজার টাকা।তিনি আরও বলেন, আমাদের এই এলাকায় মাটির ঘর এখন আর নেই।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল বলেন , হোসেনপুর উপজেলা বিভিন্ন গ্রাম এলাকায় এখন আর মাটির ঘর দেখা যায় না।তিনি আরও বলেন, মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে জীবন মানের ও উন্নয়ন সাধিত হয়েছে। আর তাই হারিয়ে যেতে বসেছে বাঙালিদের চিরচেনা ঐতিহ্যবাহী মাটির এই ঘরের ঐতিহ্য।