মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রহনপুর ডাকবাংলোয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল চার টায় গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর সভা আয়োজিত সভায় সভাপতিত্বে করেন রহনপুর পৌর যুবদল আহবায়ক জুয়েল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌর সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিখ আহমদ।প্রধান বক্তা চাঁপাই নবাবগঞ্জ জেলা যুবদল যুগ্ম আহবায়ক ফারুক হোসেন। আরও বক্তব্য রাখেন সাবেক নেতা সৈয়দ ফারুক হোসেন, জাহিদ হাসান মুক্তা, সাবেক কাউন্সিলর নুরুউদীন
প্রমুখ। বক্তৃারা বলেন ছাত্র জনতার আন্দোলনে পতিত শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে । পরে আন্দোলনের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।