কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত সোমবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় রাজধানীর ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আজিজুর রহমানের পুত্র ও উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গারছেও গ্ৰামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদ যোহর উপজেলার মাইজবাড়ী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অফ অনার) ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আবুল কালাম আজাদের মৃত্যুতে কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহীনূর আলম, কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহীনুর আলম, কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মাইজবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, গান্ধাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টি এম কামাল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার এবং কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা লাল মিয়া।