বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অন্নকুট – অন্নকুট – অন্নকুট
গোবর্ধন পূজা যা অন্নকুট বা অন্নকূট নামেও পরিচিত (অর্থাৎ “খাদ্যের পাহাড়”), হল একটি হিন্দু উৎসব যা প্রথম চন্দ্র দিবসে উদযাপিত হয়।
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন, ঢাকা- সিলেট আঞ্চলিক সড়কের পাশে উত্তরসূর, শ্রীমঙ্গলের আয়োজনে আগামী ২রা নভেম্বর শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দুপুর ১২ ঘটিকায় ৫২৫ কেজি অন্ন ও ৫২৫ রকমের তরকারি দিয়ে গোবর্ধন পূজা বা অন্নকূট এর ভোগ লাগানো হবে। এই ভোগ প্রদক্ষিণ করতে দুপুর ১.৪৫ হতে ১.৩০ মিনিট পর্যন্ত সময়ে আগত ভক্তবৃন্দের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সনাতনী সকল ভক্তবৃন্দকে প্রসাদ গ্রহণের জন্য শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।