গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে পদন্নতি জনিত সম্বর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এরপর আলোচনা সভার এক পর্যায়ে উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দলবদ্ধ হয়ে ইউএনওকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রীতা রানী মহন্ত, শেখ শাফিউজ্জামান, ইসতিয়াক আহমদ, গোলাম রাব্বানী, আপেল মাহমুদ প্রমুখ।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি