মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র-অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি ২য় ধাপে ২৪ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৩জন দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি এসডিএফ প্রদান করেছে। ইতো পূর্বে প্রথম ধাপে ২৪ হাজার টাকা করে ৪৩ জনকে ১০ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে, মেধাবী শিক্ষার্থীদের ‘উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ, যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার।
প্রধান অতিথি বলেন, এসডিএফ এর কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩ টি উপজেলায় কার্যকরি ভাবে বাস্তবায়িত হচ্ছে। এই শিক্ষাবৃত্তি গরিব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় দারুনভাবে প্রভাব বিস্তার করছে।
এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার সুবিধা বঞ্চিত গ্রামের দরিদ্র পরিবারে টেকসই সংগঠনের মাধ্যমে শিক্ষাবৃত্তি সহ বেকার যুবদের প্রশিক্ষিত করে মজুরি ভিত্তিক ও আত্মকর্মসংস্থান সহয়তায় দারুন ভাবে কাজ করে চলেছে। এতে করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গরিব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং বেকার যুবদের কর্মসংস্থান হচ্ছে।