1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ময়মনসিং জেলা পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম ১নভেম্বর /২০২৪ থেকে শুরু - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া ডিবি পুলিশের অভিযানে বহুল আলোচিত বগুড়া শ্রমিকলীগ নেতা তুফান সরকার গ্রেফতার কেশবপুরে শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন মোরেলগঞ্জে ৮০ জন নারী পেল বিনামূল্যে ল্যাপটপ পেকুয়ায় কলা বাগান থেকে শ্রমিকের লাশ উদ্ধার জিয়া পরিষদ বাউরা ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত দ্বি বার্ষিক ২০২৪- অনুষ্ঠিত তাহিরপুর যাদুকাটায় ১৭ টি অবৈধ শেইভ মেশিন জব্দ বিশ্ব ইজতেমা সাদপন্থী কর্তৃক হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু” পদ্মাসেতু হয়ে ঢাকায় পৌছাবে জাহানাবাদ এক্সপ্রেস নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না, তাদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে গোপালগঞ্জে শব্দদূষন সচেতনতা ও নিরাপদ সড়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিং জেলা পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম ১নভেম্বর /২০২৪ থেকে শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সারাদেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এই ধারাবাহিকতা ময়মনসিংহ জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে। আগামী ১ নভেম্বর২০২৪ইংতারিখ ৩নভেম্বর ২০২৪তারিখপর্যন্ত কনস্টেবল টিআরসি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
অবাধ,সুষ্ঠ,সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত যোগ্যদের নিয়োগে নিমিত্তে ইতিপূর্বে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার কর্তৃক নোটিশ প্রদান করেছেন।সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ময়মনসিংহ জেলায় আগামী ১ নভেম্বর, ২০২৪ তারিখ হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ১ থেকে ৩ নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক যোগ্যতা যাচাই অর্থাৎ Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে। শারীরিকভাবে যোগ্য প্রার্থীগণ আগামী ২২ নভেম্বর, ২০২৪ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের বিষয়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তাই ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার প্রতারক, দালাল কিংবা তাদের কোনো এজেন্ট কর্তৃক কোনো প্রকার আর্থিক লেনদেন বা মিথ্যা প্রতিশ্রুতি হতে সাবধান থাকার জন্য এতদ্বারা সর্ব-সাধারণকে অনুরোধ করা যাচ্ছে। টিআরসি নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র অনলাইন রেজিষ্ট্রেশন ও সরকার কর্তৃক নির্ধারিত ফি ব্যাতীত অন্য কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা মিথ্যা প্রতিশ্রুতির সাথে বাংলাদেশ পুলিশের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। সুতরাং, এ ধরনের কোনো প্রতারণামূলক ব্যক্তি বা চক্র থেকে সতর্ক থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ জ্ঞাপন করা যাচ্ছে। পাশাপাশি এই নিয়োগের যে কোনো পর্যায়ে এ ধরনের আর্থিক লেনদেন, প্রলোভন কিংবা মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে তথ্য পাওয়ামাত্রই ততক্ষণাৎ নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অথবা সরাসরি জেলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নাম্বার ০১৩২০-১০৪০৯৮-এ অবহিত করার জন্য সর্ব-সাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সৎ, সাহসী ও উপযুক্ত প্রার্থীকে টিআরসি পদে নিয়োগ প্রদানের স্বার্থে ‘সেবার ব্রতে চাকরি-শীর্ষক এই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সার্থক করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার ময়মনসিংহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি