বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
ঢাকায় সাবেক কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে গ্রেফতারের খবর মৌলভীবাজার-৪ ( শ্রীমঙ্গল-কমলগঞ্জ) তার নির্বাচনী আসনে পৌঁছলে শ্রীমঙ্গলে বিএনপি’র দুটি গ্রুপের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
বুধবার দুপুরে পৃথকভাবে শ্রীমঙ্গল শহরে সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহসিন মিয়া (মধু) ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) গ্রুপের বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। এসময় তারা আনন্দ মিছিল নিয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আব্দুস শহীদের বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দেন।
এসময় বিএনপি নেতাকর্মীরা মিছিল শেষে বক্তব্যে বলেন,আব্দুস শহীদ টানা ৭ বার এ আসনে বিগত ৩ টি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে সীমাহীন দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। বিদেশে টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়েছেন। তার বিচারের দাবীতে তারা বিভিন্ন স্লোগান দেন।
এসময় চৌমুহনায় বক্তব্য রাখেন হাজী মুজিব গ্রুপের উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম সিদ্দিকী,সিনিয়র সহ-সভাপতি জয়নাল চৌধুরী,সম্পাদক তাজ উদ্দিন তাজু,সাবেক পৌর বিএনপির সভাপতি মোছাব্বির আলী মুন্না,উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন,সম্পাদক টিটুসহ ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে পৃথক সমাবেশে চৌমুহনায় মধু গ্রুপের পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আলকাছ মিয়া,মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর রাজু,যুবদল নেতা টিটু দাস,ভুট্রু,মোবারক হোসেন,যুবনেতা মুরাদ হোসেন সুমন,ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উভয় গ্রুপের নেতাকর্মীরা নিজেদের ও পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা ১০ নাম্বার সেক্টর থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ কে পুলিশ আটক করে। এসময় তার বাসা থেকে নগদ প্রায় ৪ কোটি টাকা,স্বর্ণালঙ্কার,বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা যায়,গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর আব্দুস শহীদ আত্মগোপনে চলে যান। দালাল চক্রের সাথে কন্ট্রাকের মাধ্যমে তিনি ভারতে পালানোর জন্য প্রস্তুতি গ্রহন করেছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় গত মঙ্গলবার রাতে উত্তরার নিজ বাসায় অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতেই তার বাসা ঘিরে ফেলে। পরে তাকে ওই বাসা থেকে আটক করে। এ পর্যন্ত শ্রীমঙ্গলে থানায় তার বিরুদ্ধে ১ টি ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে আরও ২ টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।