মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
মাদক পাচারের সময় পাবনার ঈশ্বরদীতে ৮০০টি ইয়াবা স্কুটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৩১ শে অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদীর বাজারে রিকশাস্ট্যান্ড সংলগ্ন ফলের দোকানের সামনে থেকে দু’জনকে আটক করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন পাবনা সদর থানার কাশীপুর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে আলামিন ওরফে মুন্না (৩২) ও সুজানগর সদরের আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন (২৯)।
অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে ‘আজকের পত্রিকা’কে জানান, আটক দুই ব্যক্তি অন্য জেলা থেকে ঈশ্বরদী শহর দিয়ে নাটোরের লালপুর বাইপাস স্টেশনের দিকে মাদক পাচার করছে- সোর্সের এমন তথ্যের ভিত্তিতে তারা বাজারে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে স্কুটি মোটরসাইকেল আরোহী দু’জনকে বাইপাস স্টেশনেরর দিকে যাওয়ার গতিরোধ করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮০০ ইয়াবা টেবলেট পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পরপরই তাদেরকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।