ঝালকাঠি প্রতিনিধি :
কাঠালিয়া উপজেলা বিএনপিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে মামলা দেওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন লিখিত বক্তব্য পাঠ করেন, তিনি জানান গত ২৮ অক্টোবর ঝালকাঠি আদালতে উপজেলার লতাবুনিয়া গ্রামের মোঃ শিপন শিকদার বিএনপির নেতা দাবি করে যে মামলা দায়ের করেছেন এ মামলার সাথে স্থানীয় বিএনপি জড়িত নয়। সে ব্যক্তিগত স্বার্থে বিএনপির নাম ভাঙ্গিয়ে এ মামলা দায়ের করেছেন। এ মামলার দ্বারা কাঠালিয়া উপজেলা বিএনপিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে শিপন। আমারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে মামলাটি আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানাই।
এছাড়া গত ৭ জানুয়ারি,২০২৪ সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৌলজলিয়া ইউনিয়ন বি এন পির কমিটি বিলুপ্ত ঘোঘনা পূর্বক আহবায়ক কমিটি গঠন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর ও সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক-২ মোঃ শাহীন হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, জাকির হোসেন মন্টু হাওলাদার, আঃ ছালাম আকন ও মোঃ রফিকুল ইসলাম ঘরামী সহ যুব দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।