মিলন হেমব্রম, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি কতৃক জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে , মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড় এ সভা অনুষ্ঠিত হয়।জাতীয় সাংবাদিক সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি আহবায়ক মোঃ আলেক উদ্দিন দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুর রশিদ শাইন, ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। প্রধান বক্তা জনাব মুহাম্মদ কামরুল ইসলাম, মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।বিশেষ অতিথি জনাব মোঃ খাইরুল ইসলাম, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।বিশেষ অতিথিজনাব মোঃ আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। বিশেষ অতিথি: জনাব মোঃ কাজী মাহমুদুল হাসান, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।বিশেষ অতিথি জনাব মোঃ হাসান সরদার জুয়েল, সহকারী মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। বিশেষ অতিথি: জনাব মোঃ আবেদ আলী, অর্থ সচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,বিশেষ অতিথি: জনাব মোঃ ফয়সাল আজম অপু, সদস্য সচিব, রাজশাহী বিভাগীয় কমিটি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি সদস্য সচিব মোঃ আলাউদ্দিন এর সঞ্চালনায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা দোয়া ও মাহফিল করা হয়।