মোঃ মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দক্ষ যুব গরবে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস
১ নভেম্বর ২০২৪ইং শুক্রবার যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল দশটায় জাতীয় যুব দিবস উপলক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋনের চেক, সনদপত্র ও ব্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম-সেবা, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। প্রতিপাদ্য বিষয়টি নিয়ে আলোচনা করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল, পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম উস্থাপন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (দপ্তর বিজ্ঞান) মোহাম্মদ রায়হান আলী
অনুষ্ঠানের সফল কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন বরকত আলী, মোছাঃ সাবিনা ইয়াসমিন প্রমুখ।
উল্লেখ্য পোশাক তৈরি, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, রান্না বিষয়ক প্রশিক্ষণ সহ মোট ৬ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ।
সদর উপজেলা কার্যালয় কর্তৃক পাঁচ জনকে ৫ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋণের প্রদান করা হয়। সফল আত্মকর্মী ও সফল সংগঠনের মধ্যে দুইজন কে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। ২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত বীর শহীদদের স্মরণে ভাবনা ও ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় 24 টি গাছের চারা রোপন করা হয়।