মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সারা দেশে যেসব সাধারণ ছাত্র-জনতা শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।
আজ শুক্রবার বাদ আছর সাভার পৌরসভার ২নং ওয়ার্ডে আড়াপাড়া তিন রাস্তার মোড়ে এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের আত্নার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
তিনি বলেন, “ছাত্রজনতার আন্দোলনে ছাত্রদের পাশাপাশি আমাদের দলীয় অনেক ভাই শহীদ হয়েছেন। আমরা ছাত্রজনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাঁদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন,’বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তারা আমাদের বীর! তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক্ স্বাধীনতা ফিরে এসেছে। নিহতদের জন্য আমাদের দোয়া,মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন।এছাড়া যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে অতিদ্রুত একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের উচিৎ হবে যত দ্রুত সম্ভব একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যাবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা
তিনি আরো বলেন, মহান আল্লাহ্ তাআলার অশেষ রহমতে ছাত্রজনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে। আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় আমরা সকলে দোয়া করি। যারা আন্দোলনে নিহত হয়েছেন তাঁদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহবান জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাঁদের সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। তাঁদের এই আত্মত্যাগ আমরা কোনভাবেই বৃথা যেতে দিব না।
এসময় উপস্থিত ছিলেন, হাজী মোঃ আশেক আলী মোল্লা- সভাপতি ১নং ওয়ার্ড সাভার পৌরসভা,হাজী মোঃ আব্দুল গফুর (বাবলু)- সহ-সভাপতি সাভার পৌর বিএনপি ওবিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম শাহিন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।