নিজেস্ব প্রতিবেদন।।
সাকিব উৎসকে সভাপতি, তাজিম খানকে সাধারণ সম্পাদক ও আল আকিব নিরবকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিরাজগঞ্জ শহর সংসদের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) ছাত্র ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা সংসদের অস্থায়ী কার্যালয়ে কর্মী সভার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা সংসদের আহ্বায়ক শাকিব শাকিল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: বেলাল এইচ সরকার, সহকারী সাধারণ সম্পাদক: লাইজু তালুকদার, কোষাধ্যক্ষ: শীতল আহমেদ, দপ্তর সম্পাদক: রাজ আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: তূর্য, সদস্য: চৈতী। কমিটিতে ২ টি সদস্যপদ খালি রাখা হয়েছে, যা পরবর্তীতে কাজের মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে।
শহর সংসদের নব নির্বাচিত সভাপতি সাকিব উৎস বলেন, শিক্ষাক্ষেত্রে সকল অনিয়ম, দুর্ণীতি রুখে দিতে সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাবে ছাত্র ইউনিয়ন। স্বাধীনতার পর একের পর এক পুঁজিবাদী সরকার ক্ষমতায় এসে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করে ফেলেছে।’ শিক্ষা কোনো পণ্য নয়, সকল শিশুর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাব আমরা।