মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টার ঃ
এসো সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করি,,
অর্থ আমাদের লক্ষ্য নয় সেবায় আমাদের মূল লক্ষ্য ,,
“এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ”
সাঘাটা উন্নয়ন সংস্থা গাইবান্ধা জেলা শাখা কতৃক আয়োজিত গাইবান্ধায় ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি, সওতুল হেরা ক্বওমী মাদ্রাসায় সাঘাটা উন্নয়ন সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মেহেদী হাসান এর পরিচালনায়
উক্ত অনুষ্ঠানে বিতরণ ও বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন
মোঃ ইসমাঈল হোসেন, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী।
মো:দেলোয়ার হোসেন, উপদ্দেষ্টা SUS.
মো: আশিকুর রহমান, কেন্দ্রীয় তদন্ত বিষয়ক সম্পাদক Sus.
মোঃ আষান আলী সমাজসেবক।
মোঃ মোকাদ্দেস হোসেন মক্কাই সমাজ সেবক।
মোঃ কামরুল ইসলাম সমাজ সেবক।
মোঃ শহিদুল মোল্লা, সমাজ সেবক।
ইঞ্জিনিয়ার এমদাদুল হক মিলন, সমাজ সেবক।
মোঃ আব্দুল খালেক, সমাজ সেবাক,
মো: কামরুল হাসান, মোঃ আরিফ হোসেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ SUS, মোঃ রবিউল ইসলাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক SUS,
আব্দুল বারি জোহা কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক SUS,
মোঃ শরিফুল ইসলাম কেন্দ্রীয় সহ- ক্রিয়া সম্পাদক সাঘাটা উন্নয়ন সংস্থা SUS.
মোঃ মোস্তাফিজুর রহমান সুফিয়ান সিনিয়র সেচ্ছাসেবক সাঘাটা উন্নয়ন সংস্থা, মোঃ হারুন খান গাইবান্ধা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক SUS,
মুরাদ মোল্লা, রেজা, রকি,কেন্দ্রীয় সদস্য SUS,
নিরব সাঘাটা উপজেলা শাখা SUS. আরও সুসিল সমাজ উপস্থিত ছিলেন।