ঝালকাঠি প্রতিনিধিঃ
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ঝালকাঠির নলছিটিতে সমবায় অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা সমবায় কর্মকর্তা এস এম মাহফুজ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
সহকাীর পরিদর্শক জাহিদুল ইসলাম’র সার্বিক ব্যাবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম, একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমিন ও বণ কর্মকর্তা মোঃ সহিদ উদ্দিন।
সুজন-সুসাশনের জন্য নাগরিক ও উপজেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী মোঃ রিয়াজ আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোঃ খালিদ সাইফুল্লাহ, সমবায়ী ছনিয়া আক্তার আরজু প্রমুখ।
আলোচনা সভা শেষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে বন্ধুমহল ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ রিয়াজ আহম্মেদের হাতে শ্রেষ্ঠ মডেল সমবায় সমিতি লিঃ এর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ১৫জন সমবায়ীর মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।