১লা নভেম্বর ঠিক রাত্রি নটায়, দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায়, সকল বিচারকদের দুই দিনের সূক্ষ্ম বিচারে, সামাজিক কাজ ,পরিবেশ ও প্রতিমার উপর বিচার করে , সেরা সেরা শক্তি সম্মান ২০২৪ তুলে দিলেন পরুই অগ্রদূত সংঘের সকল সদস্যদের হাতে। পুরস্কার পেয়ে সকল সদস্যরা আনন্দে উল্লোসিত।
উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও পৌর প্রতিনিধি পার্থ সরকার, কার্যকরী সভাপতি মনোরঞ্জন দাস, সহ-সভাপতি সুদীপ্ত রাজ, শ্রী অলক দাস, শ্রী কিশোর বিশ্বাস, শ্রী গোপাল দে, যুগ্ম সম্পাদক সৌম্যদীপ রাজ, শ্রী স্বস্তিক বিশ্বাস, পিকু রায়, সহ-সম্পাদক, আকাশ বিশ্বাস, শ্যামল নাথ, সোমনাথ দাস, সঞ্জীব দাস, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার মহিলা সদস্যরা ও ছোট ছোট ছেলে মেয়েরা,
পরুই অগ্রদূত সংঘ, ৭১ টি বছর ধরে মানুষের সেবায় যেভাবে এগিয়ে চলেছেন বলাই বাহুল্য, করোনা কাল থেকে শুরু করে, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া, অসহায় পরিবারের ছেলে মেয়েদের পাশে থাকা, ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা প্রদান, কি অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে হসপিটালে পৌঁছানো, এমনকি অসহায় দুঃস্থ মানুষদের সেবায় নিয়োজিত, শুধু পুজো নিয়েই ব্যস্ত থাকেন না, ছেলে মেয়েদের আনন্দ দিতে ,বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজনে করে থাকেন, এবং পুজো কটা দিন কিভাবে এলাকাবাসী আনন্দ পাবে তাহার জন্য যথাসাধ্য চেষ্টা করেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, সকল পরিবারকে এক করায় তাদের প্রয়াস, প্রতিবছরই এই পরুই অগ্রদূত সংঘ, ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ দিতে এবং উৎসাহ দিতে, প্রতি বছর কোন না কোন সেলিব্রেটি নিয়ে এসে এই পুজোর শুভ সূচনা করেন।
পরুই অগ্রদূত সংঘ ক্লাবের সকল সদস্য ও ছোট ছোট ছেলে মেয়েরা উৎসাহে বলেন , আমরা গর্বিত, দুই বাংলার বিচারে আমরা শক্তি সম্মান২০২৪ পেয়ে, আমরা যেন প্রতি বছর এইরকম সম্মানে ভূষিত হতে পারি, বড়দের পাশে থাকতে পারি, এই কামনা করি, এবং সকল সাংবাদিক দাদা ও দিদিদের শুভ দীপাবলীর শুভেচ্ছা জানাই। এমনকি বাংলাদেশের সকল মানুষকে , সাংবাদিক বন্ধুদের ও মিডিয়া দের আমরা শুভেচ্ছা জানাই, দুই বাংলার মেলবন্ধনে, আমাদের এইভাবে সম্মান দেওয়ার জন্য, শুভেচ্ছা জানাই দৈনিক দুরন্ত বাংলা নিউজকে ও পরিচালককে , এইভাবে সম্মান দেওয়ার জন্য, সুখ্য বিচারে আমাদের সম্মানিত করার জন্য।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা